BRAKING NEWS

চিনে বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ৮

বেজিং, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিষাক্ত গ্যাস লিক হয়ে নিহত ৮। মর্মান্তিক দুর্ঘটনাটি সোমবার ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডং রাজ্যের শোয়াগুয়ান শহরের একটি ইস্পাত কারখানায় ঘটেছে। বিষাক্ত গ্যাস লিক হওয়ার কারণে ৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও ১০ জন। কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় ভোর রাত ৩ টের সময় ইস্পাত কারখানার পাইপ লাইনে ফাটল দেখা দেয়। আর তা থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৮ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি ১০ জনের চিকিৎসা চলছে। কি কারণে ওই পাইপ লাইনে ফাটল দেখা দিল তা এখনও জানা যায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। উল্লেখ্য, ২০১৫ সালে চিনের তিয়াজিন শহরের একটি রাসায়নিক কাররখানায় বিস্ফোরণের ফলে ১৭৩ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *