পুনে, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫। শনিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুনে-মুম্বই হাইওয়ের কান্ডালার পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের কাছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে লোনাভালা থানার বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর দুই জনের চিকিৎসা চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার রাত ৯ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে ৪ মহিলা রয়েছেন। গাড়িটি মুম্বই দিকে যাচ্ছিল এবং ট্রাকটি লোনাভালার দিকে যাচ্ছিল। নিহতের মধ্যে ৪ জন সিকিমের বাসিন্দা এবং ১ জন মহারাষ্ট্রের বাসিন্দা। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা প্রত্যেকেই একটি হোটেলের কর্মী ছিলেন। মৃতদেহ গুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতেরা হলেন পুজা গায়েকওয়াড (২৩), পিথলা সাগাড্ডা (২১), সবিতা রাই (২৬), সোভিয়েত রাই (২১), জোওেব মহম্মদ (৩০)।