BRAKING NEWS

নয়ডায় ব্যক্তিগত শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় গ্রেফতার এক সাব ইনস্পেক্টর

লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের নয়ডায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় রবিবার গ্রেফতার করা হল অভিযুক্ত সাব-ইনস্পেক্টরকে | এছাড়াও ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। ব্যক্তিগত শত্রুতার জেরে শনিবার নয়ডার সেক্টর ১২২ জিতেন্দ্র যাদব নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার চেষ্টা করায় অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।
এই বিষয়ে পুলিশের এসএসপি লাভ কুমার জানিয়েছেন, শনিবার নয়ডার সেক্টর ১২২ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় | জিতেন্দ্র যাদব নামে এক ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছে। সুনীল নামে অপর ব্যক্তির পায়ে চোট পেয়েছেন। এই ঘটনার তদন্তে চলছে। যদি পুলিশ অফিসারদের দোষ প্রমাণিত হয় তবে তাদের রেয়াত করা হবে না।
অন্যদিকে আহতদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে গাড়িতে করে বাহরামপুর থেকে রাত ১০টা ৩০মিনিট নাগাদ ফিরছিল তারা । সেই সময় পুলিশ তাদের গাড়ি আটকে কোনও কারণ ছাড়াই গুলি চালাতে থাকে। পরিবারের এই অভিযোগের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার অভিযুক্ত ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। যে সাব ইনস্পেক্টর গুলি চালিয়েছিল তার সার্ভিস রিভলভারও বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের দাবি ব্যক্তিগত শত্রুতার জেরেই গুলি চালিয়েছিল ওই সাব-ইনস্পেক্টর। এই বিষয়ে এসএসপি লাভ কুমার বলেছেন এটি কোনও এনকাউন্টার নয়। ব্যক্তিগত শত্রুতা জন্য গুলি চালিয়ে ছিল ওই সাব ইনস্পেক্টর। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *