সেঞ্চুরিয়ন, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : নিজেদের দেশের মাঠেই ‘বিড়াল’ দক্ষিণ আফ্রিকা | একদিনের সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় বিরাট কোহলির দলের। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। চাহাল এবং কুলদীপএর দাপটে মাত্র ৩২.২ ওভারেই ১১৮ রানেই তাসের ঘরের মতন ভেঙ্গে পড়ে আফ্রিকান লাইনআপ | ব্যাট করতে নেমে একমাত্র রোহিত শর্মার (১৫) উইকেট হারিয়ে মাত্র ২০.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।
সুপারস্পোর্ট পার্কের স্লো উইকেটের কথা মাথায় রেখেই টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি | ভারতীল দল নিজেদের স্কোয়াড অপরিবর্তিত রাখলেও দক্ষিণ আফ্রিকা চায়নাম্যান বোলার শামসি এবং খায়া জোন্ডোকে খেলায় | প্রোটিয়া ওপেনারদ্বয় আমলা এবং ডি কক ভালো শুরু করলেও দলের ৩৯ রানে ৯.৪ ওভারের মাথায় ভুবনেশ্বরের বলে আমলা ধোনির হাতে ধরা পড়েন | কিন্তু দলের যখন ৫১ রান তখন চাহালকে লেগসাইডে পুল করতে নিজের উইকেট উপহার দিয়ে আসেন ডি কক | প্রোটিয়া শিবিরে এর পরেই ছন্দপতন হয়, দলের ৫১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান একসাথে অধিনায়ক মাকরাম এবং ডেভিড মিলার | ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে যখন আফ্রিকা ধুঁকছে তখন দলের হাল কিছুটা ধরার চেষ্টা করেন জে পি ডুমিনি এবং এই ম্যাচে খেলতে নামা জোন্ডো | কিন্তু ২৫ রান করে দলের ৯৯ রানের মাথায় চাহালের বলে লেগ বিফোর হন জোন্ডো | পড়ে ডুমিনিও খারাপ শটে আউট হন ২৫ রান করে দলের ১০৭ রানের মাথায় | বাকি উইকেটগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন কুলদীপ এবং চাহাল | লেগস্পিনার যজুবেন্দ্র চাহাল প্রথমবার আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ৫ উইকেট দখলের স্বাদ পেলেন | চাহাল এবং কুলদীপএর দাপটে মাত্র ৩২.২ ওভারেই ১১৮ রানেই তাসের ঘরের মতন ভেঙ্গে পড়ে আফ্রিকান লাইনআপ | দক্ষিণ আফ্রিকায় এই দুই রিস্টস্পিনারের এর মধ্যেই ১৫ উইকেট হয়ে গেল নিজেদের মধ্যে | যেভাবে টার্নিং আদায় করে ব্যাটসম্যানদের সম্যসায় ফেলছেন দুই স্পিনার তাতে ভারত অধিনায়ক আশাবাদী হতেই পারেন আগামী বিশ্বকাপে ভাল কিছু করে দেখানোয় |
ব্যাট করতে নেমে কখনোই সেভাবে সমস্যায় পড়েনি ফর্মে থাকা ভারতীয় ব্যাটাররা| রোহিত শর্মা ভাল শুরু করেও প্রোটিয়া বোলার রাবাদার জোরে বাউন্সার সামলাতে না পেরে বেসামাল হয়ে উইকেট দিয়ে আসেন মরকেল এর হাতে ক্যাচ দিয়ে | তিনি করেন অধিনায়ক বিরাট এর পরে আগের ডারবান ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন সুপারস্পোর্ট পার্কে| স্লো মিডিয়াম পিচের জূজূ কাটিয়ে ফর্মে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান | ধাওয়ানের ফর্মে ফেরা ইতিবাচক তার করা হাফ সেঞ্চুরির মাধ্যমে | কোহলি যথারীতি ইনিংস নিয়ন্ত্রনের দিকে লক্ষ্য রেখেছিলেন শুরুর দিকে এবং যত ম্যাচ গড়িয়েছে ততই ভারত অধিনায়ককে জমাট দেখিয়েছে | দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো , যেভাবে বাউন্ডারি গলিয়েছেন প্রোটিয়ারা তা ইয়ং প্লেয়ারদেরও লজ্জা দেবে | কোহলি ৪৪ এবং ধাওয়ান ৫১ করে অপরাজিত থাকেন | ম্যাচ জিততে যখন আর মাত্র ২ রান বাকি তখন প্রোটিয়া ক্যাপ্টেন আম্পায়ারদের বলে ম্যাথ থামানোর অনুরোধ করেন যা বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত অপমানজনক দলের কাছে | কিন্তু দুই দলের প্লেয়ারদের সম্মতিতে ম্যাচ শেষ হয় এবং ভারত যেতে ৯ উইকেটে | এই ম্যাচ জিতে ৬ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত |
পাশাপাশি নিজেদের দেশের মাঠেই ‘বিড়াল’ বনে গেল দক্ষিণ আফ্রিকা | হোম গ্রাউন্ডে সর্বনিম্ন স্কোরের লজ্জা জুটলো প্রোটিয়াদের মাথায় | দ্বিতীয় কনিষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে অধিনায়কত্ব করতে নেমেছিলেন এইডেন মাকরাম | তিনি নিশ্চয়ই চাইবেন এই জঘন্য হারের রেকর্ড দ্রূতই মিটিয়ে ফেলার |