BRAKING NEWS

জম্মু ও কাশ্মীর সরকার দেশবিরোধী শক্তিকে উৎসাহ দিচ্ছে, দাবি জেকেএনপিপির

শ্রীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দেশবিরোধী শক্তিকে উৎসাহ দিচ্ছে রাজ্যের শাসক দল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার পার্টি। বিগত বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল জম্মু ও কাশ্মীর। সেনাবাহিনী এবং পাহাড়ে নিযুক্ত অন্য আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উপতক্যা। সম্প্রতি পাথর ছোড়া মামালায় অভিযুক্ত ৯৭৩০ জনের বিরুদ্ধে মামলা তুলে নেয় জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে যারা আত্মসমর্পণ করবেন তাদের পুনর্বাসন দেওয়া হবে। এরপরেই বিষয়টিকে দেশবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার পার্টির চেয়ারম্যান হর্ষদেব সিং। এই বিষয়ে তিনি বলেন, এই ধরণের পদক্ষেপে দেশবিরোধী শক্তিকে আরও বেশি উৎসাহিত করবে এবং সেনাবাহিনীর মনোবল এতে হ্রাস হবে। তিনি অভিযোগ করেন রাজ্য সরকার আগে বলেছিল সন্ত্রাসবাদীদের কোনও রকম রেয়াত করা হবে না। এখন সেই নীতি থেকেই তারা পিছিয়ে আসছে। এই ধরণের তোষণের রাজনীতি আগামী দিনে বৃহদ বিপদ ডেকে আনবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোপিয়ানে সেনাবাহিনীর গুলি চালনার ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার ঘটনায় চরম নিন্দার মুখে পড়ে মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *