BRAKING NEWS

ব্যাডমিন্টন ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ সাইনা নেহওয়ালের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ব্যাডমিন্টন ক্রীড়াসূচি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল৷ টানা ম্যাচ খেলে যাওয়ায় শাটলাররা প্রয়োজন মতো বিশ্রাম পাচ্ছেন না বলেই মত হায়দরাবাদি শাটলারের৷ ফলে মেগা ম্যাচের জন্য প্রয়োজনীয় মাইনসেট ও প্রস্তুতিতে খামতি থেকে যাচ্ছে বলে মত অলিম্পিয়ান শাটলারের৷ এর আগে ভারতীয় পুরুষ শাটলারদের মধ্যে এস প্রণয় বিশ্ব ব্যাডমিন্টন ফেডারশনের টানা ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ এবার ক্ষোভ উগরে দিলেন সাইনা নেহওয়াল৷
শুধু তাই নয়, ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায়(৬-১১) হতে চলা এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন সাইনা৷ সেজন্য ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসেসিয়েশনের কাছে চিঠি লিখেছেন তিনি৷ টানা ক্রীড়াসূচি থেকে পর্যাপ্ত বিশ্রাম নিতেই এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছেন প্রাক্তন একনম্বর৷
মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে খেললে টানা তিন সপ্তাহ ম্যাচের মধ্যে থাকবেন সাইনা৷ ইন্ডিয়ান ওপেনের আগে ইন্দোনেশিয়া ওপেনে খেলেছেন সাইনা৷ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারশনের টানা ক্রীড়াসূচি অনুয়ারি ১৫টি টুর্নামেন্টের ১২টিতে খেলতে হবে শাটলারদের৷ সেই ক্রীড়াসূচি আদতে খেলায়াড়দের ক্ষতি করছে বলে মত সাইনার৷ তিনি বলেন, ‘এই ধরনের টানা ক্রীড়াসূচি একজন ক্রীড়াবিদের জন্য ক্ষতিকর৷ এখন আর আমি ২০ বছরে সাইনা নই, ফিট থাকতে তাই বিশ্রামটা প্রয়োজন৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *