নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ৷ বিশালগড় কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছেন৷
কোন দলে না থাকা সত্বেও সমীর বর্মণের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দুয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজনৈতিক মহলের৷ ফলে, বুধবার মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিনে সকাল থেকেই বিশালগড় সহ সারা রাজ্যেই তাঁর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে জনমনে কৌতুহল দানা বেঁধেছিল৷ এদিন, দুপুর ২ টা পর্যন্ত তিনি মনোনয়ন জমা দিতে পৌঁছেননি৷ স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল হয়তোবা তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নেহাতই গুজব ছিল৷ কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বেলা আড়াইটা নাগাদ অনুগামীদের নিয়ে বিশালগড় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে উপস্থিত হন সমীর রঞ্জন বর্মন৷ মনোনয়ন পত্র কোন ভুল ত্রুটি ছাড়াই জমা দিয়েছেন তিনি৷ মনোনয়ন জমা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিপিএমকে ক্ষমতাচ্যুত করাই তাঁর মূল লক্ষ্য৷
তবে, কেনইবা তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ গত নির্বাচনেও কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন সমীর রঞ্জন বর্মণ৷ ফলে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাঁর কাছে অনেকটাই সন্মান রক্ষার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল৷
গত দুটি বিধানসভা নির্বাচনে সমীর রঞ্জন বর্মন বিশালগড় কেন্দ্রে সিপিএম প্রার্থী ভানুলাল সাহার কাছে পরাজিত হয়েছেন৷ ২০১৩ বিধানসভা নির্বাচনের পর ৫ বছরে রাজনৈতিক চিত্রনাট্য অনেকটাই পরিবর্তীত হয়েছে৷ দাপুটে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত সমীর রঞ্জন বর্মণ তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভাগ করে নেওয়ার দল থেকে বহিসৃকত হয়েছেন৷ তারপর থেকে তিনি কার্য্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন৷ কিন্তু, ২০১৮ বিধানসভা নির্বাচনের মূহুর্তে আচমকাই ময়দানে ঝাঁপিয়ে পড়লেন একসময়ের কংগ্রেসের দাপুটে নেতা বলেই পরিচিত সমীর রঞ্জন বর্মণ৷ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো শুধুই কি সিপিএমকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে, নাকি তাতে মান অভিমানও জড়িয়ে রয়েছে, তা নিয়েও বিতর্ক রয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায়বর্মণ৷ ফলে, রাজনীতিতে আজও যথেষ্ঠ প্রাসঙ্গিক সমীর রঞ্জন বর্মণ, তা আবারও প্রমান করতে চাইছেন তিনি, বলেই মনে করছে রাজনৈতিক মহল৷