BRAKING NEWS

নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল, উলুবেড়িয়ায় এগিয়ে শাসক দল

উলুবেড়িয়া ও নোয়াপাড়া, ১ ফেব্রুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা অব্যাহত| প্রত্যাশিতভাবেই নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে ৬৩,০১৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| নোয়াপাড়ায় তৃণমূলের প্রাপ্ত ভোট হল-১,১১,৭২৯| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুনীল সিং জয়ী হওয়ার পর ইতিমধ্যেই সবুজ আবির নিয়ে নোয়াপাড়ায় উল্লাস-আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা| সিপিআইএম-এর সঙ্গে হাড্ডাহড্ডি লড়াইয়ের পর নোয়াপাড়া বিধানসভা আসনে দ্বিতীয় হয়েছে বিজেপি| তৃতীয় হয়েছে সিপিএম এবং চতুর্থ কংগ্রেস| নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল- ৩৮,৭১১| কংগ্রেসকে পিছনে ফেলে নোয়াপাড়ায় তৃতীয় হয়েছে সিপিআইএম| সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৩৫,৪৯৭| চতুর্থ স্থানাধিকারী কংগ্রেস প্রার্থী গৌতম বসুর প্রাপ্ত ভোট ১০,৫২৭ |
নোয়াপাড়ায় জয়ের পর তৃণমূলের এখন নজর উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিকে| এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ| উলুবেড়িয়ায় এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তৃতীয় স্থানে সিপিআইএম এবং চতুর্থ কংগ্রেস| উলুবেড়িয়ায় ৬৮,৫০৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ|
গত ২৯ জানুয়ারি, সোমবার উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা আসনের ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়| বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায়| উলুবেড়িয়ায় ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছিল, অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা আসনে ভোট পড়েছিল ৭৫.৩ শতাংশ|বৃহস্পতিবার সকাল আটটা থেকে উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়| উলুবেড়িয়া লোকসভা আসনের অন্তর্গত ৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হচ্ছে উলুবেড়িয়ার সিআইপিটি কলেজে| বাকি ২টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে| নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনের গণনা হয়েছে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে|
তৃণমূল কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত উলুবেড়িয়ায় এবার চর্তুমুখী লড়াই হয়েছে| তৃণমূলের হয়ে লড়েছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ| সিপিআইএম প্রার্থী করেছে সাবিরুদ্দিন মোল্লাকে, বিজেপির টিকিটে লড়েছেন অনুপম মল্লিক এবং কংগ্রেস প্রার্থী করেছে এম হোসেন ওয়ারসিকে| প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ| সুলতান আহমেদের মৃতু্যর কারণে এই লোকসভায় উপনির্বাচন হয়|
অন্যদিকে, উলুবেড়িয়ার মতো নোয়াপাড়া বিধানসভা আসনেও চর্তুমুখী লড়াই হয়েছে| নোয়াপাড়া বিধানসভা আসনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| অন্যদিকে, সিপিআইএমকে পিছনে ফেলে নোয়াপাড়ায় দ্বিতীয় স্থান দখল করল বিজেপি| বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হল-৩৮,৭১১| উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাৱুর মৃতু্যর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *