নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি যা ছিল, তার কোনটাই পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বরং তখন যা বলেননি, তাই এখন করছেন তিনি৷ নোট বাতিল এবং জিএসটি’র জোড়া ফলায় বিদ্ধ হয়ে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর৷ সোমবার কমলপুরে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় এইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ড সূর্যকান্ত মিশ্র৷
তাঁর কথায়, সারা দেশে মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে পারেনি কেন্দ্র৷ কৃষক আত্মহত্যাও দিন দিন বেড়ে চলেছে৷ প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে তিন বছরে সাত কোটি বেকারের চাকুরী হওয়ার কথা থাকলেও, বছরে দুই লক্ষ চাকুরীও দিতে পারেনি কেন্দ্র৷ উল্টে, নোট বাতিলের জেরে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন৷ অথচ, সেই বিজেপিই এরাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা এবং মিথ্যা প্রচার করে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে৷ শুধু তাই নয়, ক্ষমতা দখলে তারা রাজ্যভাগের চক্রান্তকারীদের সাথেও হাত মিলিয়েছে৷ তাঁর দাবি, বিজেপি বরাবরই বিভাজনের রাজনীতি করে থাকে৷ রাজ্যেও একই রণনীতি নিয়েছে গেরুয়া শিবির৷ তাই, এদিন তিনি শান্তি-সম্প্রীতির জন্য বামফ্রন্টের প্রতি আস্থা রাখার আহ্বান জানান৷
2018-01-30