BRAKING NEWS

আইপিএফটির বিদ্রোহীদের রণে ভঙ্গ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ ২৪ ঘন্টার ব্যবধানে অবস্থান থেকে সরে আসলেন আইপিএফটির মহিলা সংগঠন আইডব্লিওএফটির নেত্রীরা৷ সম্ভবত বহিস্কারের হুমকির জেরেই নেতিয়ে গেল তাদের বিদ্রোহ৷ কুড়িটি আসনে পৃথক ভাবে লড়ছেন না, রয়েছেন আইপিএফটির সাথেই, সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা৷

এদিন সকালে আইপিএফটির সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছিলেন দলের মহিলা সংগঠনের নেতৃদের সাথে তাদের বিদ্রোহ নিয়ে আলোচনা হয়েছে৷ নির্বাচনী মুহুর্তে দলের সাথে থাকার জন্যই তাদের আবেদন জানানো হয়েছে৷ সোমবার রাতের মধ্যেই তারা সিদ্ধান্ত পরিবর্তন না করলে আইপিএফটি থেকে বহিস্কার করা হবে বলে তাদের জানানো হয়েছে৷ মেবার কুমার জমাতিয়ার মতে, আইডব্লিওএফটি আইনত আইপিএফটির মহিলা সংগঠন৷ ফলে, এই ব্যানারে তাদের পক্ষে নির্বাচনে দাঁড়ানো কোনওভাবেই সম্ভব নয়৷ তাই সংগঠনের নেত্রীদের বোঝানো হয়েছে নির্বাচনে আইপিএফটির সাথেই তাদের থাকা উচিত৷

রাতে সাংবাদিক সম্মেলনে আইডব্লিওএফটির সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা জানান, তাদের ক্ষোভে নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠক হয়েছে৷ ভবিষ্যতে মহিলা সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত করা হবে বলে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন নেতৃত্বরা৷ এর ফলেই নির্বাচনে আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইডব্লিওএফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *