BRAKING NEWS

বামেদের ৪২টি সহ সোমবার জমা পড়ল ৫৫টি মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ সারা রাজ্যে বিভিন্ন বিধানসভা আসনে প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা

সোমবার বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী মানিক সরকার সোনামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ ছবি- নিজস্ব৷

দিয়েছেন৷ বামফ্রন্ট, কংগ্রেস, আইএনপিটি, টিপিপি এবং নির্দল প্রার্থীরা এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ আজ সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্ট মনোনিত ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এছাড়া, কংগ্রেসের দুই জন, আমরা বাঙালীর ৮ জন এবং ১ জন করে টিপিপি, আইএনপিটি ও নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এদিকে, মঙ্গলবার থেকে বিজেপি এবং আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে শুরু করবেন৷

এদিন সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারীক তাপস রায় জানিয়েছেন, আগরতলা, রামনগর, বনমালীপুর, বাধারঘাট, বিশালগড়, সূর্য্যমনিনগর, চড়িলাম, বক্সনগর, নলছড়, সোনামুড়া, ধনপুর, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, বাগমা, মাতাবাড়ি, কাকড়াবন-শালগরাহ, জোলাইবাড়ি, আমবাসা, ছামনু, রাইমাভ্যালী, কদমতলা-কূর্তী, বাগবাসা, ধর্মনগর, যুবরাজনগর, কমলপুর, সুরমা, পানিসাগর, পেচারথল এবং কাঞ্চনপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তাছাড়া, রাধাকিশোরপুর কেন্দ্রে আরএসপি প্রার্থী এবং শান্তিরবাজার কেন্দ্রে সিপিআই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, সারা রাজ্যে আজ বামফ্রন্টের মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷

শ্রী রায় আরও জানান, টাকারজলা, বিশালগড়, কল্যাণপুর -প্রমোদনগর, বিলোনীয়া এবং অমরপুর কেন্দ্রে আমরা বাঙালী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ তবে, নির্বাচন দপ্তর সূত্রে খবর, আমরা বাঙালী দলের মোট ৮ জন প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন৷ শ্রীরায় জানিয়েছেন, আজ রাজনগর এবং ঋষ্যমুখ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এবং শান্তিরবাজার কেন্দ্রে ১ জন নির্দল (আদি বিজেপি) প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ সূত্রের খবর, টিপিপি এবং আইএনপিটি’র একজন করে প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন৷ এদিকে, বামফ্রন্ট ৬০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৫০টি আসনে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র বামফ্রন্ট সারা রাজ্যে সুবিশাল মিছিল সংগঠিত করেছে৷

এদিকে, মনোনয়নপত্র দাখিলের পর সারা দেশে বামপন্থী রাজনীতির আইকন হিসেবে পরিচিত সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মানিক সরকার আসন্ন বিধানসভা নির্বাচনকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন৷ দীর্ঘ সময়ের ব্যবধানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷

সোমবার আগরতলা থেকে সোনামুড়ার পার্টি কার্যালয়ে ছুটে যান মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার সেখান থেকে মিছিল করে মহকুমাশাসকের কার্যালযে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন৷ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসডিএম মানিকলাল সাদ তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন৷ মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মানিক সরকার বলেন, রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবেই৷ কারণ রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে চোখের মণির মনো রক্ষা করতে চাইছে৷ কিছু শক্তি রাজ্যের উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি ও অগ্রগতিকে বাঁধা দিতে চাইছে৷ কিন্তু মানুষ তা প্রতিহত করবে৷

তিনি বলেন ধনপুর কেন্দ্রের জয় নিয়ে কোনও সন্দেহ নেই৷ পূর্বের তুলানায় এবার প্রাপ্ত ভোটের ব্যবধান আরও বাড়বে৷ এই রাজ্যের মানু, খুবই সচেতন৷ কোনও ধরণের প্ররোচনার ফাঁদে পা দেবেন না তাঁরা৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের কাজের ধরণ সম্পর্কে জনগণ যথেষ্ট অবগত৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনগণ আরও বেশি আসনে এবং আরও বেশি ভোটে বাম প্রার্থীদের জয়ী করিয়ে শান্তি-সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন৷ রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন৷ মানুষ কোনও ভাবেই বিভেদকামী শক্তিকে বরদাস্ত করবেন না৷

তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরার এই নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ত্রিপুরার ফলাপল যথেষ্ট প্রভাব ফেলবে জাতীয় রানৈতিক পরিস্থিতিতে৷ ত্রিপুরার বামফ্রন্ট দেশে বিকল্পের নিদর্শন তুলে ধরেছে সারা দেশে৷ সারা দেশ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে৷ উল্লেখ করা যেতে পারে, ১৯৯৮ সাল তেকে মানিক সরকার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় আসছেন৷ তবে এবারই প্রথম বিজেপি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *