BRAKING NEWS

শর্ত সাপেক্ষে মমতা-রাহুল জোট সম্ভাবনাকে উসকে দিচ্ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা-রাহুল আবার এক মঞ্চে আসার সম্ভাবনা দেখা দিয়েছে৷ এখনও এ ব্যাপারে কিছুই চূড়ান্ত না হলেও উসকে দিচ্ছে নয়া জল্পনা৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেসের তরফে ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে৷ অন্যদিকে দুর্বল তৃণমূল কংগ্রেসও বিষয়ে সক্রিয় হয়েছে৷ বিশেষ সূত্রে জানা গেছে, শিলঙে বুধবার দুপুরে কংগ্রেসের উচ্চস্তরে বৈঠক হয়৷ মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরার বিধানসভা নির্বাচন নিয়ে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রতিনিধি সিপি জোশি৷ বৈঠকে ত্রিপুরা প্রদেশে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন৷

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার দিল্লিতে একই ইস্যুতে পুনরায় রাহুল গান্ধীর উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস একটি তৃতীয় ফ্রন্ট গঠন করতে চাইছে৷ সিপিআইএম এবং বিজেপিকে বাদ দিয়ে এই ফ্রন্টে অন্যান্য ছোট দলগুলিকে শামিল করার বিষয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে৷ বুধবারের গুয়াহাটি বৈঠক এবং বৃহস্পতিবার দিল্লির বৈঠকে জোট এবং প্রার্থী তালিকা সবই চূড়ান্ত হয়ে যাবে৷ প্রদেশ কংগ্রেসের সূত্রটি আরও জানিয়েছে, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে সমতলে ভোটের লড়াই শুরু করতে চাইছে এআইসিসি৷ উভয় দলের রাজ্য নেতৃত্ব এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন৷ তবে কংগ্রেস এক্ষেত্রে জোটের জন্য তৃণমূল কংগ্রেসের সামনে একটি শর্ত রেখেছে৷ এই শর্তে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় এসে প্রচার করতে হবে৷ অন্যথায় জোট হবে না৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে এক মঞ্চে রেখে আগরতলা, উদয়পুর এবং কৈলাশহরে তিনটি জনসভায় ভাষণ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে৷ প্রদেশে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিষয়ে এখনও তেমন কোনও সিদ্ধান্ত হয়নি৷ তবে তৃণমূলের রাজ্য নেতারা কলকাতায় এ বিষয়ে আলোচনা শুরু করেছেন৷

আশা করা যায় ইতিবাচক কিছু উভয় পাওয়া যাবে৷ অন্যদিকে বিজেপি’র সঙ্গে জোট করায় আইপিএপটিকে বাদ দিয়ে আইএনপিটি এবং অন্যান্য ছোট দলগুলিকে নিয়ে কংগ্রেস পাহাড় নির্বাচনি লড়াইয়ে যেতে চাইছে৷ প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের মতে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব সব চিত্র পরিস্কার হয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *