BRAKING NEWS

বুদ্ধগয়ায় বোমাতঙ্ক, উদ্ধার ২ টি বোমা

পাটনা, ২০ জানুয়ারি (হি.স.) : বুদ্ধগয়ায় বোমা পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে বুদ্ধগয়ার কালচক্র এলাকার কাছে তল্লাশি অভিযান চালানোর সময় দুইটি বোমা উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে পুলিশ আধিকারি এন এইচ খান বলেন, একটি বিস্ফোরণের আওয়াজ শোনার পরে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। পরে বুদ্ধগয়ার কালচক্র এলাকা থেকে দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় বোম্ব স্কোয়্যাডের আধিকারিকরা। কালচক্র এলাকায় অবস্থিত একটি রান্নাঘর থেকে ফেটে যাওয়া থার্মোস ফ্লাক্স উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কারা এই বোমাগুলি রেখেছিল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে এর আগে দেখা করেছেন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বোমা যেখানে পাওয়া গিয়েছে তা পাটনা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
উল্লেখ্য, এই মুহূর্তে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা রয়েছেন বুদ্ধগয়ায়। বৌদ্ধ ধর্মগুরু থাকাকালীন বোমা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বুদ্ধ গয়ায়। এর আগে ২০১৩ সালে একাধিক বোমা বিস্ফোরণ হয় বুদ্ধগয়ার ম ন্দির চত্বরে। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় সিআইএসএফ নিরাপত্তার দায়ি ত্বে থাকবে। কিন্তু তার খবচ বহন করতে হবে মন্দির কর্তৃপক্ষকে। ২০১৩ সালের বোমা বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ৪ গ্রেফতার করে এনআইএ।খরচ বহনের প্রস্তাবে অস্বীকার করে মন্দির কর্তৃপক্ষকে। আপাতত বেসরকারী নিরাপত্তা রক্ষীদের দিয়েই কাজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *