নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান৷ কোথাও ফ্ল্যাগ ফেস্টুন লাগানো নিয়ে, আবার কখনো বুথ অফিস স্থাপন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে উভয় লাল ও গেরুয়া শিবির৷ ময়দানে শাসক সি পি এম এবং প্রধান বিরোধী দল বিরোধী দল বিজেপি’র তরজা চরমে উঠেছে৷ বুধবার সকাল থেকে ৭ রামনগর বিধানসভার অর্ন্তগত ১৯ নং বুথে দুই দলের বুথ অফিস দখল নিয়ে হাতাহাতি শুরু হয়৷ অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর পেয়ে পশ্চিম থানার বিশাল পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে সক্ষম হয়৷
উল্লেখ্য, বুথ অফিস নির্মাণ ঘিরে উভয় দলীয় সমর্থক আক্রমণাত্মক হয়ে উঠতেই দৌড়ঝাপ শুরু করে স্থানীয়রা৷ বিজেপি’র অভিযোগ ১৯ নং বুথ এলাকায় বিজেপি’র কর্মীদের কাজে বাধাদান এবং আক্রমণ করতেই পাল্টা হামলা চালায় সিপিএমের উপর কার্যকর্তারা৷ জানা গিয়েছে, পুলিশের সামনে শাসক দলের সমর্থকরা বিজেপি দলের প্রচারসজ্জা তছনছ করেছে৷ অভিযোগ, শাসক দলের তল্পিবাহকের ভূমিকায় নেমে পুলিশ দাঁড়িয়ে তামসা দেখে৷ ক্ষুব্ধ জনগণ অবরোধ গড়তেই পুলিশ মধ্যস্থতা করতে সক্রিয় ভূমিকায় নেমেছে৷ খবর ছড়িয়ে পড়তেই দুই দলের নেতৃত্বরা ছুটে যায়৷ কর্মী সমর্থকদের বিক্ষোভ দমন করতে নেতারা মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করলেও দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷