সরকারী বঞ্চনার আন্দোলন তেজীর বার্তা পেনশনার্সদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষনার প্রাকমুহুর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে অল ত্রিপুরার ইপিএস পেনশনার্স এসোসিয়েশন৷ সোমবার ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থানে বসে পেনশনার্স এসোসিয়েশনের কর্মকর্তারা৷

উল্লেখ্য, গভঃ আন্ডারটেকিং সংস্থায় কর্মরত শ্রমিকরা ন্যায্য অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ পেনশনার্সদের সঙ্গে রাজ্য সরকার বিমাতৃসূলভ আচরণ করছে৷ তাঁদের দাবী, পি এস ইউ কর্মীদের কমন রুলস চালু করা, বিভেদমুলক আর্থিক বৈষাম্য দূরীকরণ, বেকারদের কর্মসংস্থান করতে আধা সরকারী সংস্থাগুলির শূন্যপদ পূরণ করতে হবে রাজ্য সরকারকে৷ পেনশনার্সরা অবসরকালীন সময়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ রাজ্য সরকার দাবী পূরণে সদর্থক ভূমিকা, গ্রহনে গড়িমসি করলে পেনশনার্সরা আন্দোলন তেজী করবে বলেও হুশিয়ারী দিয়েছেন সরকারকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *