মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): বিতর্ক তৈরি পারে এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত সেনাপ্রধানের। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন এনসিপি নেতা মাজিদ মেনন। সেনাপ্রধান বিপিন রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘দেশের স্বার্থের পরিপন্থী হতে পরে এমন কোনও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত সেনাপ্রধান বিপিন রাওয়াতের।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘যদি কোনও কিছু জানানোর প্রয়োজন থাকে তবে মন্ত্রকের মুখপাত্র তা জানাবেন। সেনাপ্রধান জানাবেন না।’
উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন আগে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ‘জম্মু ও কাশ্মীরের স্কুলগুলিতে শিক্ষকরা যা শিখাচ্ছে তা শেখানো উচিত নয়। স্কুলগুলিতে দুইটি ম্যাপ রেখে শেখানো হয়। একটি ভারতের অন্যটি কাশ্মীরের। কেন স্কুলে রাজ্যের জন্য আলাদা ম্যাপ রাখা হবে? এতে শিশুরা কি শিখবে?’ এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী আলতাফ বুখারি বলেন, ‘রাজ্যে দুইটি পতাকা রয়েছে। আমাদের জম্মু ও কাশ্মীরের সংবিধান রয়েছে এবং ভারতের সংবিধান রয়েছে। রাজ্য সম্পর্কে পড়ুয়াদের অবগত করার জন্য রাজ্যে ম্যাপ স্কুলে রাখা হয়।’ একই ভাবে সেনাপ্রধানের মন্তব্যের সমালোচনা করা হয়েছে আরজেডি-র পক্ষ থেকে|