BRAKING NEWS

সেনাপ্রধানকে কটাক্ষ বিহারের আরজেডি নেতার

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : সেনাপ্রধান বিপিন রাওয়াতের সমালোচনায় মুখর হলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা। এই বিষয়ে তিনি বলেন, ‘আগে আমাদের সেনাবাহিনী নীরবে এবং শক্তিশালী ভাবে কাজ করত। সেই সময়ে জনসমক্ষে সেনাপ্রধানের আর্বিভাব সম্পর্কে কারও কোনও ধারণা ছিল না। এর আগে কোনও সেনাপ্রধানকে মিডিয়াতে সাতদিন, ২৪ ঘণ্টা দেখা যেত না। জনসমক্ষে এই ধরণে মন্তব্য করা থেকে বর্তমান সেনাপ্রধানের বিরত থাকা উচিত। কারণ এর ফলে উদ্বেগের সৃষ্টি হয়।’
উল্লেখ্য,শুক্রবার সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেন জম্মু ও কাশ্মীর স্কুলগুলিতে ভারতের বিকৃত মানচিত্র দেখিয়ে ভুল শেখানো হচ্ছে। এই বিষয়ে তিনি বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরের স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকারা ভুল শেখাচ্ছে। তারা ভারতের একটা মানচিত্র এবং কাশ্মীরের আলাদা মানচিত্র দেখিয়ে ভুল বার্তা দিচ্ছেন।’ সেনাপ্রধানের এই বক্তব্যের পরে পাল্টা মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী আলতাফ ভুখারি, ‘সেনাপ্রধান শিক্ষাবিদ নন। বিষয়টি রাজ্যের তালিকা ভুক্ত। কি করে শিক্ষা ব্যবস্থা চালাতে হয় তা আমরা জানি।’ পাশাপাশি সেনাপ্রধানের বক্তব্যকে কার্যত মেনে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজ্যে দুইটি পতাকা রয়েছে। আমাদের জম্মু ও কাশ্মীরের সংবিধান রয়েছে পাশাপাশি ভারতের সংবিধানও রয়েছে।’ তার দাবি প্রতিটা স্কুলেরেই রাজ্য ম্যাপ রয়েছে। যাতে করে পড়ুয়ারা রাজ্যের সম্পর্কে জানতে পারে তাই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *