BRAKING NEWS

বাবার মৃত্যু নিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা না করার অনুরোধ জানালেন অনুজ লোয়া

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : গত শুক্রবার সকালে বিচারপতি জে চেমালেশ্বর, বিচারপতি কুরিুয়ান জোশেফ, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি মদন লকুরের এই বৈঠককে নিয়ে শোরগোল পড়ে যায় দেশজুড়ে। দেশের প্রাক্তন ও বর্তমান আইজীবীদের অনেকেই তাদের প্রকাশ্যের মুখ খোলা নিয়ে নিজেদের মত প্রকাশ করেন।সুপ্রিম কোর্টের চার বিচারপতির বিদ্রোহের ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। রাজনৈতিক স্বার্থে তাদের পরিবারকে জড়িয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা না করার অনুরোধ জানালেন প্রয়াত সিবিআই বিচারপতি বিএইচ লোয়ার ছেলে অনুজ লোয়া। তিনি জানিয়েছেন, বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে নতুন করে আর কোনও বিতর্ক যেচায় না তাঁর পরিবার| রবিবার সন্ধেয় হঠাত্ই সাংবাদিক বৈঠক ডেকে এই বিষয়ে উল্টো সুর গাইতে শুরু করে বিচারপতি লোয়ার পরিবার। তাঁর ছেলে অনুজ লোয়ার দাবি, ”আগে বাবার মৃত্যু নিয়ে আমাদের বিস্তর সন্দেহ ছিল। কিন্তু এখন আর তা নেই। তাই দয়া করে আমার বাবার মৃত্যু নিয়ে জলঘোলা করবেন না।” উল্লেখ্য, ১ ডিসেম্বর এক অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিচারপতি লোয়ার। হৃদরোগে মৃত্যু হলেও, তা নিয়ে বিতর্ক ছড়ায়। অনেকের মতে এই মৃত্যু স্বাভাবিক দেখানো হলেও, আদতে তা স্বাভাবিক ছিল না। সেই সময় একই মত পোষণ করে বিচারপতি লোয়ার পরিবারও। শুক্রবার বিক্ষুব্ধ চার বিচারপতিও বিচারপতি লোয়ার মৃত্যু রহস্য নিয়ে ফের একবার প্রশ্ন তোলেন। এরপর রবিবার রাতে বিচারপতি লোয়ার পরিবারে এ হেন মন্তব্য অত্যন্ত তাত্পর্য বলে মনে করছেন রাজনৈতিক মহল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *