ঢাকা, ১৪ জানুয়ারি (হি.স.): চারদিনের ব্যক্তিগত সফরে রবিবার ঢাকা পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় | এই সফরে মঙ্গলবার প্রণববাবুকে সাম্মানিক ডি.লিট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷
রবিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ দিল্লি থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছান প্রণব মুখোপাধ্যায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি৷ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সোমবার ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে প্রণব মুখোপাধ্যায়ের আনুষ্ঠানিক সফর। বাংলাদেশ সফরকালে প্রণব মুখোপাধ্যায় সাহিত্য সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে। চলতি সফরে মঙ্গলবার প্রণববাবুকে সাম্মানিক ডি.লিট দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷ চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে নির্মিত দুটি আবাসিক হল পরিদর্শন করবেন তিনি। বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে। পরদিন বৃহস্পতিবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি ।
তাঁর সফরে কড়া নিরাপত্তাযর ব্যবস্থা করা হয়েছে ঢাকা সহ সংশ্লিষ্ট এলাকা ৷ বাংলাদেশের বন্দরনগরীতেও নিরাপত্তার কড়াকড়ি৷ বিশ্ববিদ্যালয় জুড়ে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির জন্য ভিভিআইপি প্রটোকলের আওতায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার তার সবই নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএসএফ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), ডিজিএফআই, এনএসআই ও ব়্যাবের বাড়তি সদস্য মোতায়েন করা হবে।