BRAKING NEWS

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধির ট্যুইটার অ্যাকাউণ্ট হ্যাক

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধি সঈদ আকবরউদ্দিনের ট্যুইটার অ্যাকাউণ্ট হ্যাক করাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার সকালে সঈদ আকরবউদ্দিনের ট্যুইটারে অ্যাকাউণ্টে দেখা যায় পাকিস্তানি পতাকা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মামনুন হুসেনের ছবি পোস্ট করা হয়। তারপরেই শোরগোল পরে যায় গোটা ভারতের কূটনৈতিক মহলে। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় হ্যাকারদের হাত থেকে নিজের ট্যুইটারে অ্যাকাউন্টকে বাঁচাতে সক্ষম হন সঈদ আকবরউদ্দিন। পরে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট পোস্টের মাধ্যমে সঈদ আকবরউদ্দিন জানিয়েছেন, ‘আমি ফিরে এসেছি। আমাকে দমাতে গেলে হ্যাকের থেকে আরও বেশি কিছু লাগবে।’ নিজের বক্তব্যে তিনি তার সহভারতীয় কূটনীতিকদের ধন্যবাদ দেন। অন্যদিকে হ্যাক হওয়ার সময় যে ‘ব্লু-টিক’ মুছে গিয়েছিল। পড়ে তা ফিরে আসে।
সূত্রের দাবি পাকিস্তান মদতপুষ্ট সাইবার অপরাধীরা রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থানীয় প্রতিনিধিরা অ্যাকাউণ্ট হ্যাক করেছে। উল্লেখ্য, ২০১৬ সালে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট পেশ করে দাবি করা হয় যে ভারতে ১৯৯টি সরকারী ওয়েবসাইট হ্যাক করা হয়। রিপোর্টে বলা ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৭০০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছিল। এর পেছনে পাকিস্তান মদত দেওয়া হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *