ফাঁসিতে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ নিজ ঘরে আত্মঘাতী দশম শ্রেণীতে পাঠরতা ছাত্রী৷ গলায় শাড়ি পোঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ১৭ বছরের কিশোরী৷ মৃতার নাম যমুনা মজুমদার৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এডিনগর থানাধীন বেলাবড় এলাকায়৷ পরিবারের লোকজন জি বি হাসপাতালে নিয়ে আসলেও কর্তবরত চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দিয়েছেন৷

ধারণা করা হচ্ছে গোপন সম্পর্ক বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা৷ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে বাড়ির লোকজন৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছেন৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় মৃতার পরিবার পরিজন৷ মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ এলাকার কয়েকজনের মুখে শোনা গিয়েছে প্রণয়ের সম্পর্কে যুক্ত ছিল ঐ কিশোরী৷ হয়তো প্রেমিকের সাথে কোন কিছু নিয়ে মনমালিন্য হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ তবে প্রেমিক কে তা জানা সম্ভব হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *