BRAKING NEWS

গভীর রাতে জোরালো ভূকম্পন সেন্ট্রাল মায়ানমারে, কম্পাঙ্ক ৬.০

ইযাঙ্গুন, ১২ জানুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল মায়ানমার| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে মায়ানমারের বাগো রিজিওনে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মেটেওরোলোজি এবং হাইড্রলজি ডিপার্টমেন্ট-এর তরফে জানানো হয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের কয়েক মিনিট পরই পরপর দু’বার আফটার শক অনুভূত হয়েছে| তীব্রতা ছিল যথাক্রমে ৫.৩ এবং ৫.৩| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে, ০০.৫৬ (শুক্রবার) নাগাদ ৬.০ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় সেন্ট্রাল মায়ানমারে|

ইউএসজিএস জানিয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল বাগো রিজিওনের ফিঊ শহর থেকে ২৭.৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে| মধ্যরাতে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে ইয়াঙ্গুন, তাউঙ্গু, ফিউ এবং নেপিদ শহরে| মায়ানমারের মেটেওরোলোজি এবং হাইড্রলজি ডিপার্টমেন্ট-এর তরফে জানানো হয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই পরপর দু’বার আফটার শক অনুভূত হয়েছে| তীব্রতা ছিল যথাক্রমে ৫.৩ এবং ৫.৩| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *