সিডনি, ৮ জানুয়ারি (হি.স.) : প্যাট কামিন্সের বিংধ্বসী বোলিংয়ের সুবাদে সিডনি টেস্ট জিতে অ্যাশেজ জয় করল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারিয়ে ৪-০ ফলাফলে এবারের অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া। ম্যাচের শেষদিন দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। প্যাট কামিন্স প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নিলেন। তিনিই ম্যাচের সেরা। এই সিরিজে তাঁর উইকেট সংখ্যা ২৩। তিনিই এবারের অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেট নিলেন।
অ্যাশেজ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘আমাদের দু’ মাস খুব ভাল কাটল। গত দু’মাসে আমরা দারুণ ক্রিকেট খেললাম। আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে জয় পেয়েছি। ইংল্যান্ডকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দিইনি। সেটাই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।’
অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য মধ্যাহ্নভোজের বিরতির পর আর ব্যাট করতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ম্যাচের পর ইংল্যান্ডের সহ-অধিনায়ক জেমস অ্যান্ডারসন বলেন, ‘গতকাল থেকেই রুটের শরীর খারাপ। ও রাতেও ভাল ছিল না। ও এখন ড্রেসিংরুমে ঘুমোচ্ছে। ওকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।’ সিরিজে লজ্জাজনক হার প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়েছি। আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। অস্ট্রেলিয়া এই সিরিজে দারুণ খেলেছে।’