বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে ঃ বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জন সমাবেশের দিনেই সোনামুড়ায় গণতান্ত্রিক নারী সমিতির সভায় কেন্দ্রের বিজেপি সরকার এবং অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত৷ তিনি তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন৷ তিনি দাবি করেছেন ত্রিপুরায় অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেন৷
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত বলেন, অমিত শাহ রাজ্যে এসে সমাবেশে বলেছেন এরাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা ঠিক নয়৷ অমিত শাহের উদ্দেশ্যে বৃন্দা কারাত বলেন বিজেপির দিন শেষ হয়ে যাচ্ছে৷ মানিক সরকারের দিন শেষ হবে না৷ বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে৷ আর এই শেষটা ত্রিপুরার জনগণ প্রমাণ করে দেবেন আসন্ন বিধানসভা নির্বাচনে৷ একটি সাম্প্রদায়িক শক্তি রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷ বিজেপি ও আরএসএস সংবিধানকে মানে না৷ দেশের সংসৃকতিকে মানে না৷ ধর্মনিরপেক্ষ দেশ মানে না৷ তারা মানে না দেশে আইন কানুন আছে৷ তারা বিভাজনের রাজনীতি করছে তারা৷ ধর্মের নামে, ভাষার নামে, খাদ্যের নামে বিভাজন করছে বিজেপি৷ এরাজ্যে একটি অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে এই সাম্প্রদায়িক দল৷ তবে, এরাজ্যের মানুষ এই দলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না বলে বৃন্দা কারাত প্রত্যয় ব্যক্ত করেন৷ পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটে বামফ্রন্ট অষ্টম বারের মতো ত্রিপুরায় ক্ষমতায় আসীন হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *