নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ আই পি এফ টি’র এন সি গোষ্ঠী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংরে বৈঠক থেকে রাজ্য ভাগ নিয়ে আলোচনা করলেও জনগণ অন্ধকারে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এন সি দেববর্মা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লীতে বৈঠকে মোডালিটি কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ কমিটি উপজাতিদের বাড়তি সুযোগ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলে চূড়ান্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে প্রচার করছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তবে, এন সি’কে স্পষ্টীকরণ দিতে হবে বিজেপি’র সঙ্গে জোট হলে রাজ্য ভাগ ছেড়ে দেওয়া তাদের চূড়ান্ত হয়েছে৷ নয়তো রাজ্যবাসী ক্ষমা করবেনা৷ জনগণ জাতি ও উপজাতি বিভেদের চক্রান্তকারীদের ভোটের মাধ্যমেই সমীচিন জবাব দেবেন৷ রবিবার রামনগর বিধানসভায় কংগ্রেস দলের বুথ অফিস উদ্বোধনে বিজেপি ও আই পি এফ টি’র জোট ইস্যুতে উভয়কে এমনভাবেই আক্রমণ করেছেন পি সি সি সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷
তাঁর মতে, ছোট ত্রিপুরা ভাগের পক্ষে কোন সুস্থ রাজনৈতিক দল মান্যতা দিতে পারেনা৷ ১৯৮০’র ভ্রাতৃদাঙ্গার বীভিষিকা রাজ্যবাসী এখনো ভুলে যায়নি৷ বিজেপি ক্ষমতার লোভে আগুন নিয়ে খেলায় মেতে উঠেছেন বলেও তোপ দেগেছেন শ্রী বিশ্বাস৷ প্রদেশ বিজেপি’র নির্বাচনী ইনচার্জ নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে চিটফান্ড মামলার তদন্তের নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট৷ ১৪ লক্ষ আমানতকারীর সর্বস্ব লুন্ঠনকারীদের বিরুদ্ধে নতুন সরকার হলে কোন ধরনের তদন্ত হবে বলেও কটাক্ষ করেছেন তিনি৷ বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এন সি’দের সঙ্গে জোট ক্ষমতা দখল করে সরে গেলে ভয়ঙ্কর রূপ নিতে পারে, উদ্বেগ ব্যক্ত করেছেন পীযূষ কান্তি বিশ্বাস৷ উপস্থিত ছিলেন বুথ অফিস উদ্বোধনে বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস প্রমুখ৷
2018-01-08