গোরক্ষপুর, ৮ জানুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের গোরক্ষপুরে, বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে| সোমবার সকাল ১০টা নাগাদ বাবা রাঘব দাস (বিআরডি) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুমে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট তিনটি ইঞ্জিন| বিআরডি হাসপাতাল চত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীও| ততক্ষণে প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুম থেকে গলগল করে আগুন ও কালো ধোঁয়া বেরোতে থাকে|
হাসপাতালের চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়| আতঙ্কিত হয়ে পড়েন সেই সময় হাসপাতাল চত্বরে উপস্থিত মানুষজন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল ১০টা নাগাদ বিআরডি হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুমে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতাল চত্বরে ছুটে আসেন প্রিন্সিপ্যাল গণেশ এবং হাসপাতালের সুপার আর কে মিশ্র| দমকলের তিনটি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিআরডি হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুম থেকে গলগল করে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে| অগ্নিকাণ্ডের জেরে প্রিন্সিপ্যালের অফিস ও রেকর্ড রুমের বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ঠ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে|
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে সংবাদ শিরোনামে উঠে এসেছিল গোরক্ষপুরের বাবা রাঘব দাস (বিআরডি) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল| অক্সিজেনের অভাবে চার দিনে মৃত্যু হয়েছিল নবজাতক সহ ৬৩টি শিশুর| ওই ঘটনায় এফআইআর রুজু করা হয় প্রাক্তন ড. রাজীব মিশ্রা সহ ৯ জনের বিরুদ্ধে|