নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ছুটির দিনেও শৈত্যপ্রবাহ সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশার জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। রবিবার ঘন কুয়াশার জেরে গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিন ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ায় সিগন্যাল স্পষ্ট না দেখতে যাওয়ার কারণে রাজধানী দিল্লিতে ৩৬ টি ট্রেন দেরিতে চলছে। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে ২৮ টি ট্রেন। ৯টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। ছুটির দিন হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা কম হলেও স্টেশন চত্বরে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।
রেল পরিষেবার দুর্ভোগের পাশাপাশি দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ বিপদজনক হারে বৃদ্ধি পেয়েছে। এইদিন বায়ুদূষণের পরিমাণ ছিল পি এম ২.৫। অন্যদিকে শনিবার ছিল রাজধানী দিল্লির শীতলতম দিন। পারদের কাটা নেমে দাঁড়িয়ে ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে দাবি করা হয়েছে আগামী দিনেও পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। দিল্লি ছাড়াও উত্তর ভারতে অন্যান্য রাজ্যে একই ছবি দেখতে পাওয়া গিয়েছে। ঠান্ডার জেরে বহু মানুষ আগুন পোহাচ্ছে।