নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জানুয়ারি৷৷ শুক্রবার দুপুরে বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায় ৮ বছরের শিশুকন্যা ধর্ষিতা হয়েছে৷ অভিযুক্ত ১৭ বছরের কিশোর৷ শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ৷ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির৷ ছেলের নিজ বাড়িতে খেলতে আসে শিশুটি৷ বাড়িতে তখন কেউ ছিল না, তার সুযোগে ফুসলিয়ে অবোঝ নিস্পাপ শিশুটিকে ধর্ষণ করে ১৭ বছরের কিশোর৷ কিছুক্ষণ পর মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে যায়৷ শিশুটিকে তার মা জিজ্ঞেস করার পর সবকিছু জানতে পায়৷ ছুটে যায় বিশালগড় মহিলা থানায়৷ লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে৷ মহিলা থানায় মামলা নম্বর ১/১৮৷ ভারতীয় দন্ডবিধির ৩৭৬/(২) আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ৷ সঙ্গে সঙ্গে উত্তর ব্রজপুর এলাকায় ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে অভিযুক্ত নাবালককে৷ তবে মহিলা থানার ওসি স্বস্তী দাস জানায় শনিবার অভিযুক্ত যুবককে আদালতে সোপার্দ করবে৷ এ ন্যাঙ্কারজনক ঘটনার গোটা বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকার বিম্মিত স্থানীয় জনগণ৷
2018-01-06