BRAKING NEWS

সংসদীয় পার্টির বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছে : অনন্ত কুমার

নয়াদিল্লি৩ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় পার্টির বৈঠকে বুধবার দুটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছেএকটি বিল হলসংবিধানের ১২৩ তম সংশোধনী বিল এবং অপরটি হল তিন তালাক বিলবিজেপির সংসদীয় পার্টির বৈঠক শেষে এমনটাই জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারবুধবার সকালে সংসদে শুরু হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সংসদীয় পার্টির বৈঠকপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও সংসদীয় পার্টির বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ শীর্ষ বিজেপি নেতৃত্বদীর্ঘক্ষণ ধরে চলে বিজেপির সংসদীয় পার্টির বৈঠক|

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ‘সংসদীয় পার্টির বৈঠকে বুধবার দুটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়েছেএকটি বিল হলসংবিধানের ১২৩ তম সংশোধনী বিল এবং অপরটি হল তিন তালাক বিলতিন তালাক বিল মুসলমান মহিলাদের অধিকার রক্ষা করবে এবং তিন তালাক প্রথার অবসান ঘটাবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *