BRAKING NEWS

সিয়াচেনে তুষারধসে নিখোঁজ পাঁচ পাক সেনা জওয়ান

ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.) : পাক অধিকৃত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে তুষারধসে নিখোঁজ পাঁচ পাক সেনা। উদ্ধারকাজ চালাচ্ছে পাক সেনাবাহিনী। জওয়ানদের মৃত্যু হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয়দের সাহায্য নিয়ে চলছে উদ্ধারকাজ। সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। ভারত-পাকিস্তান সীমান্তের পূর্বদিকে এটি অবস্থিত। প্রায় ২১ হাজার ফুট উঁচুতে অবস্থিত হিমবাহেই রয়েছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের ১০ সেনা জওয়ানের তুষার ধসে মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছরের জানুয়ারিতে তুষার ধসে চাপা পড়ে চার ভারতীয় সেনা নিহত হয়েছিল। শীতকালে সিয়াচেনে তুষার ধস নামা স্বাভাবিক বিষয়। সে সময় সিয়াচেনের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

১৯৮৪ সাল থেকে সিয়াচেনে প্রায় আট হাজার সেনা নিহত হয়েছে। যুদ্ধ নয় বরং তুষার ধসে চাপা পড়ে, ঠাণ্ডায় জমে, উচ্চতা থেকে সৃষ্ট নানা রোগ-ব্যাধিতে সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে। ২০১২ সালে ভয়াবহ তুষার ধসে পাকিস্তানের ১২৪ সেনাসহ ১৩৫ জন নিহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *