BRAKING NEWS

পাকিস্তান জেলে বন্দি ৪৫৭ জন ভারতীয়

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): পাকিস্তান জেলে কম করে ৪৫৭ জন ভারতী নাগরিক বন্দি রয়েছে | সোমবার এমনি চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেই সব বন্দিদের তালিকা পাকিস্তান ভারতীয় দূতাবাসের কাছে তুলে দিয়েছে। ঠিক একই ভাবে ভারতীয় জেলে যেসব পাকিস্তানি বন্দি রয়েছে তাদের তালিকাও দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের হাতে তুলে দেবে ভারত সরকার বলে জানতে পারা গিয়েছে।

উল্লেখ্য, ২১ মে ২০০৮ সালে বন্দি হস্তান্তর চুক্তি অনুযায়ী এই তালিকা পাকিস্তান ভারতের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই চুক্তির ধারা অনুযায়ী বছরে দুইবার অর্থাৎ পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই বন্দিদের তালিকা একে অন্যকে হস্তান্তর করবে। বন্দি হওয়া ভারতীয়দের বেশির ভাগ পেশায় মৎস্যজীবী। যারা ভুল করে পাকিস্তানি জল সীমায় ঢুকে পড়ে। পরে তাদের গ্রেফতার করে পাকিস্তান। এর আগে জুলাই মাসে পাকিস্তান যে রিপোর্ট ভারতীয় প্রশাসনকে দেয় তার মধ্যে ৫৪৬ জন ভারতীয়ের নাম ছিল যারা পাকিস্তান জেলে বন্দি ছিল। এর মধ্যেও বেশির ভাগই মৎস্যজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *