BRAKING NEWS

গত একবছরে উপত্যকায় ২০৬ জঙ্গি খতম হয়েছেঃ পুলিশকর্তার দাবি

শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.) : গত একবছরে উপত্যকায় জঙ্গি দমনে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। এমনই দাবি করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি ভাইড। রাজ্যের পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে ২০১৭ সালে ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হয়েছে ২০৬ জঙ্গি। শুধু তাই নয়, জঙ্গি দলে নাম লেখানো ৭৫ জনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সমাজের মূল স্রোতে। শ্রীনগরে একটি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্যের পুলিশের প্রধান।

সাংবাদিক সম্মেলনে জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দাবি করেছেন উপত্যকায় জঙ্গি দমনের অপারেশন অল আউট সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এর পেছনে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গি দলে নাম লেখানো ব্যক্তিদের ফিরিয়ে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই ‘অপারেশন অল আউট’-এর মত মিশন চালু হয়েছে।” নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি যুক্তি দেখিয়ে বলেন, “এই বছরে আমাদের হাতে ২০৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে এটা ঠিক। একইসঙ্গে আমাদের হাত ধরেই ৭৫ জন যুবক ফিরে এসেছে সমাজের মূল স্রোতে। যারা জঙ্গি দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *