কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): আই পি এলের ম্যাচ এবার দূরদর্শনে দেখানোর প্রক্রিয়া শুরু হল । সূত্রের খবর, এবারের আই পি এলের সব ম্যাচ যাতে দূরদর্শনে দেখানো যায়, তার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উদ্যোগ নিচ্ছে । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও এই প্রস্তাবে রাজি । এতদিন আই পি এলের সমস্ত ম্যাচ বেসরকারি চ্যানেলেই দেখানো হয়েছে । সরকার চাইছে, সমস্ত দেশবাসীকে আই পি এল দেখার সুযোগ করে দিতে ।
আই পি এলের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে । বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ এটাই । তাই সরকারও এবার নতুন ভাবনাচিন্তা শুরু করেছে । বেসরকারি টিভি চ্যানেলগুলো আই পি এলের ম্যাচ সম্প্রচার করে প্রচুর লভ্যাংশ পেয়ে এসেছে । এবার দূরদর্শনের মাধ্যমে সরকারও সে পথেই এগোনোর চিন্তা করছে । আই পি এলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে দ্রুত বৈঠকে বসা হবে । আলোচনা ফলপ্রসু হলে দূরদর্শনে দেখানো হবে আই পি এল । এতে দেশের সমস্ত জনগণ যেমন ক্রোড়পতি লিগ দেখার সুযোগ পাবে, তেমনই সরকারের কোষাগারও পূর্ণ হবে ।
অতীতে ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ফুটবলের অনেক ম্যাচ দেখানো হত সরকারি চ্যানেলে । কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় । সরকারী চ্যানেলের জায়গায় বড় টুর্নামেন্টের টিভি স্বত্ব পেয়ে এসেছে বেসরকারি সংস্থাগুলি । কেন্দ্রীয় সরকার তাই আবার নড়েচড়ে বসছে । আই পি এল-কেই পাখির চোখ করছে তারা ।