মহারাষ্ট্রে মাওবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান, আহত ২

গাদচিরোলি (মহারাষ্ট্র), ২৭ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক জন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় আহত হয়েছেন দু’জন| মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের নাম হল, কনস্টেবল মঞ্জুনাথ জাক্কানাভার| তাঁর বাড়ি কর্নাটকের ধারবাদ জেলায়| তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান| মাওবাদী হামলায় আহত দু’জন জওযানকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার গাদচিরোলি জেলায় ধানোরা গ্রামের কাছে মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং মহারাষ্ট্র পুলিশ| মাওবাদী দমন অভিযান চলাকালীন বিকেল ৫.৪০ মিনিট নাগাদ মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়| এরপর রাত ৮.০০ মিনিট নাগাদ পুনরায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হলে প্রাণ হারান কনসটেবল মঞ্জুনাথ জাক্কানাভার| এছাড়াও আহত হয়েছেন দু’জন জওয়ান|
সিআরপিএফ সূত্রের খবর, শহিদ জওয়ান কনসটেবল মঞ্জুনাথ জাক্কানাভারের বাড়ি কর্নাটকের ধারবাদ জেলায়| তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন|