কলকাতা, ২৬ নভেম্বর ( হি.স.): নারীকেন্দ্রিক বহু ছবিই হচ্ছে আজকাল । কিন্তু এই ছবিটি সেগুলোর চেয়ে অনেকটা আলাদা । কারণ এই ছবি মমতা
বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে । বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবিটি বানাচ্ছেন চিত্রপরিচালক নেহাল দত্ত । ছবির নাম ‘বাঘিনী’ ।
ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটির নাম বদলে ‘ইন্দিরা বন্দ্যোপাধ্যায়’ করা হয়েছে । ‘বাঘিনী’তে দেখা যাবে, দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে ইন্দিরা । মা মৈত্রীদেবীর স্নেহ আর বাবা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও মানবিক ছায়ায় তাঁর বেড়ে ওঠা । এর পরে কলেজে পড়তে পড়তে ছাত্র রাজনীতিতে যোগদান । সেখান থেকে রাজনীতির মূলস্রোতে ঢুকে পড়া। নির্বাচনে দাঁড়ানো । জয়ী হয়ে বিধায়ক হিসেবে বিধানসভায় ইন্দিরার পা রাখা । কিন্তু, কয়েক বছর পর তিনি বুঝতে পারেন অত্যাচারিত শাসকদলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে একটা আলাদা মঞ্চের প্রয়োজন। আবার নতুন করে যাত্রা শুরু । মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে নতুন দল গঠন করেন ইন্দিরা। মানুষের স্বার্থে দীর্ঘ লড়াই চালিয়ে যান তিনি । বাংলার মানুষের আশীর্বাদে প্রথম মহিলা হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন ।
এমন ভাবেই গোটা ছবির চিত্রনাট্য সাজিয়েছেন চিত্রনাট্যকার অজিতেশ মণ্ডল । ছবির সম্পাদনার কাজও প্রায় নব্বই শতাংশ শেষ হয়ে এসেছিল । তবে, ছবির কিছু অংশ বদলে নতুন করে শুটিং শুরু হয়েছে । কিন্তু কেন ? মনে করা হচ্ছে, মুকুল রায়ের দলবদলের জন্যই ছবির বেশ কিছু অংশ বদলানো হচ্ছে । যদিও এই নিয়ে প্রজোযনা সংস্থার তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি । মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুমা চক্রবর্তী । ববি হাকিমের চরিত্রে রয়েছেন বরানগরের এক কাউন্সিলর অঞ্জন পাল । প্লেব্যাক করেছেন গজল গায়িকা জেনিভা রায় । কাজ দ্রুত শেষ করে ছবি মুক্তির দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন পরিচালক ।
2017-11-26

