BRAKING NEWS

পদ্মাবতী বিতর্কে মুখ খুলেন উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : গোটা দেশে পদ্মাবতী নিয়ে চলা বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। শনিবার রাজধানী

বেঙ্কাইয়া নাইডু

দিল্লিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘সম্প্রতি বেশ কিছু সিনেমা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। মানুষ মনে করছে এই সিনেমাগুলি তাদের ধর্ম ও জাতির ভাবাবেগকে আঘাত করছে। তার ফলে মানুষ পথে নেমে প্রতিবাদ করছে। কিন্তু প্রতিবাদের মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। যার ফলে অশান্তি চরমে উঠেছে।’
উল্লেখ্য, রাজস্থানের একাধিক রাজপুত সংগঠন থেকে দাবি করা হচ্ছে পদ্মাবতী সিনেমায় মেবারের রাজপুত রানি পদ্মাবতীর জীবনীকে ভুল ভাবে দেখানো হয়েছে। তার ফলে রাজপুত জাতির ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। এমনকি রাজপুত সংগঠনের পক্ষ থেকে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বিরুদ্ধে সিনেমায় ইতিহাস বিকৃত করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। কিছু রাজপুত নেতা সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ করার হুমকিও দেন। সেই প্রসঙ্গে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘গণতন্ত্রাতিক কাঠামোয় এই রকমের প্রতিবাদের কোন জায়গায় নেই। এই ধরণের হুমকির কোন ভাবে বরদাস্ত করা যাবে না। এটি সঠিক নিয়ম নয় প্রতিবাদের।’
পাশাপাশি ছয় এবং সাতের দশকে কংগ্রেস আমলে নিষিদ্ধ হওয়া একাধিক সিনেমার প্রসঙ্গ টেনে আনেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এর আগেও গরম হাওয়া, কিসসা কুরশি কা, আধির মতো সিনেমার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু সেই সময় প্রতিবাদের ভাষা অন্য ছিল।’ উপ-রাষ্ট্রপতি আরও বলেন,‘ নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারও নেই। পাশাপাশি অন্যের ভাবাবেগকে আঘাত করার অধিকারও কারও নেই।’
উল্লেখ্য, পদ্মাবতী সিনেমা নিয়ে মুক্তি প্রসঙ্গে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের সরকারের তরফ থেকে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলে সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের আর্জি জানিয়েছেন। অন্যদিকে সিনেমাটি নিয়ে বেড়ে চলা হিংসার প্রসঙ্গে উপ-রাষ্ট্রপতি বলেন, ‘শারীরিক ক্ষতি করে হুমকি দিয়ে পুরস্কার দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয় গণতন্ত্রে, তবে মানুষের ভাবাবেগে আঘাত করে কোনও সিনেমা তৈরি করাও অনুচিত।’ অন্যদিকে ছবির নির্মাতারা জানিয়েছেন আবেদনপত্রে ভুল থাকায় সিবিএফসি পদ্মাবতীকে এখনও শংসা দেয়নি। তাই আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে না পদ্মাবতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *