BRAKING NEWS

পদ্মাবতী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স): পদ্মাবতী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় লীলা বনসালির সিনেমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আমন্ত্রণ জানালেন। এর আগে পদ্মাবতী বিতর্কে নিজের মতামত টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নাম না করে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।
তিনি লেখেন, পদ্মাবতী নিয়ে বিতর্ক দুর্ভাগ্যজনক। নির্দিষ্ট একটি রাজনৈতিক দল পরিকল্পনা করে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা এটাকে জরুরি অবস্থার সঙ্গেই তুলনা করছি। এক্ষেত্রে গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একযোগে সরব হওয়া উচিত।
‘পদ্মাবতী’তে ইতিহাসকে বিকৃত করার চেষ্টার অভিযোগ তুলেছে রাজপুত কারণি সেনা-সহ বেশকিছু হিন্দুত্ববাদী সংগঠন। রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ‘পদ্মাবতী’র মুক্তিতে বাধ সেধেছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মাবতী’ নিয়ে এই মতামত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *