গ্রামীণ ব্যাঙ্কের হুরুয়া শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ নভেম্বর৷৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদাসিনতায় অতিষ্ঠ সাধারণ জনগন৷ উত্তর জেলার ধর্মনগরের হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের শাখার ম্যানেজারের বিরুদ্ধে সাধারণ জনগনের অনেক দিনের ক্ষোভ৷ ব্যাঞ্চ ম্যানেজার অজিত কুমার দেবনাথ দীর্ঘদিন যাবৎ সাবলম্বন লোন, পিএমজিপি এবং বিশেষ করে মুদ্রা লোনের ক্ষেত্রে গ্যারান্টার চেয়ে সাধারন মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ সাধারন জনগনের৷ তাই আজ ৫৫ বাগবাসা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের শাখাটি তালা বন্ধ করে প্রতিবাদ ব্যবস্থা করেন৷ ঘটনাস্থলে ছুটে আসেন টিজিবি ধর্মনগরের সিনিয়র ম্যানেজার সুব্রত বিশ্বাস৷ ছুটে আসেন কদমতলা থানার এএসআই পার্থ কুমার সাহা সহ বিশাল পুলিশ বাহিনী৷ উনারা এসে বিজেপি দলে শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা বসেন৷ তখন স্থানীয় সাধারন জনগন ও বিজেপি দলের নেতৃত্বরা বলেন, ব্র্যাঞ্চ ম্যানেজার অজিত কুমার দেবনাথ মুদ্রা লোনের ক্ষেত্রে দুজন সরকারি চাকুরিজিবি গ্যারেন্টার চাইছেন৷ এমনকি ঐ গ্যারেন্টার উনার গ্রামীণ ব্যাঙ্কের ব্রাঞ্চের গ্রাহক হতে হবে৷ তাই সাধারণ গরীব অংশের মানুষ কোন সুযোগ সুবিধে পাচ্ছেন না৷ তাছাড়া সাবলম্বন পিএমজিপি লোন এবং মুদ্রা লোনের কোন ফ্ল্যাগ ফেষ্টুন নেই হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের ব্রাঞ্চে৷ উনাদের আরও অভিযোগ ম্যানেজার মহোদয় উনার মর্জিমাফিক ব্রাঞ্চটি চালাচ্ছে৷ স্থানীয় জনগন ও বিজেপি নেতৃত্বরা হুরুয়া টিজিবি এর শাখাটির সামনে অনশন শুরু করলে ধর্মনগরের টিজিবি এর সিনিয়র ম্যানেজার সাধারণ জনগন ও বিজেপি নেতৃত্বদের আশ্বস্থ করেন যে, সরকারি চাকুরি জিবি ছাড়াই দুজন, হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের অক্যাউন্ট হোল্ডার কে গ্যারেন্টার করেই মুদ্রা লোন দেওয়া হবে৷ তারপর গ্রামীণ ব্যাঙ্কের গিল্লের তালা খুলে প্রতিবাদ অব্যাহতি করা হয়৷ সাধারন জনগনের সাথে ৫৫ বাগবাসা বিজেপি মন্ডলের কাজল কুমার দাস সহ শীর্ষ নেতৃত্বরা প্রতিনিধিত্ব করেন৷