চেন্নাই, ১৮ নভেম্বর (হি.স.) : তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাড়িতে শুক্রবার হানা দিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানোর সময় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ এবং চারটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর অনুযায়ী আম্মার অর্থাৎ জয়ললিতার মৃত্যুর পরে ওই বাড়িতে থাকতেন শশীকলা। আয়কর আধিকারিকরা জানিয়েছে ওই বাড়িতে শশীকলা যে দুইটি ঘরে থাকত সেইগুলি ছাড়াও ওই বাড়ির মধ্যে থাকা এস পুনগুনধরনে দফতরে তল্লাশি অভিযান চালায় তারা।
অন্যদিকে শশীকলার অনুগামীরা এই তল্লাশি অভিযানের বিরোধীতা করে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু পুলিশ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শশীকলার ঘনিষ্ট সহযোগী টিটিভি দিনাকরণ এই তল্লাশি অভিযানের বিরোধীতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন প্রতিহিংসার রাজনীতি করছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী। এই তল্লাশি অভিযান চালিয়ে ই পালানিস্বামী এবং পানিসেলভম জয়ললিতার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। উল্লেখ্য এর আগে জয়া টিভির দফতরসহ শশীকলার আত্মীয়দের বাড়িতে আয়কর দফতরের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এদিকে আয়কর আধিকারিকরা জানিয়েছেন তাদের কাছে খবর ছিল ওই বাড়ি থেকে আর্থিক লেনদেন তথ্য প্রমাণ লোপাটের জন্য কিছু বৈদ্যুতিক সরঞ্জাম সরানো হয়েছিল।