BRAKING NEWS

টেক অফের সময় পাখির ধাক্কা,ব্যহত বিমান পরিষেবা

চেন্নাই, ১৬ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাত ২.১৫ মিনিট নাগাদ চেন্নাই থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওয়া হওয়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে বেসরকারী বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমানে। মুহূর্তের মধ্যে বিমানটিকে ফের চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে যাত্রীদের অন্য আর একটি বিমানে করে কাতারের উদ্দেশ্যে রওয়া করানো হয়। সূত্রের খবর পাখির সঙ্গে লাগার ফলে বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি পাখির সঙ্গে ধাক্কা লাগার পরে যদি বিমানটি পাইলটের তৎপরতায় চেন্নাই বিমানবন্দরের অবতরণ না করত তবে মাঝ আকাশে বড় ধরণের দুর্ঘটনার মুখে পড়ত । পাইলটের তৎপরতার জন্যই ১৩৪ জন যাত্রীর প্রাণ বেঁচে গেল বলে বিমানবন্দর সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু এর ফলে কিছুক্ষণের জন্য হলেও বিমান পরিষেবা ব্যহত হয়েছে। টেক অফ করার সময় পাখির সঙ্গে সংঘর্ষ বাঁধে বিমানটির। সূত্রের খবর চেন্নাই বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা এই ঘটনার পরে বড়সড় প্রশ্নচিহ্নর মুখে পড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *