আমেদাবাদ, ১২ নভেম্বর (হি.স.) : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিক সৌজন্য দেখালেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। রবিবার গুজরাটের নির্বাচনী প্রচারে এক সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা কংগ্রেস অবশ্যই করবে। কিন্তু প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদকে কোন ভাবে অসম্মান করবে না কংগ্রেস।
রবিবার গুজরাটের বানাসকানথা এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সহ-সভাপতি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী আসনে ছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার বক্তব্যের মাধ্যমে অসম্মান করেছিলেন। কিন্তু কংগ্রেস বর্তমান প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদকে অসম্মান করবে না। রাহুলের দাবি এখনেই বিজেপির সঙ্গে কংগ্রেসের পার্থক্য। এর পাশাপাশি তিনি জানিয়েছেন গুজরাটে বিজেপি শাসনে কোন উন্নয়ন হয়নি। এক ট্যুইট বার্তায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, গব্বর সিং টেক্সের দরকার নেই। প্রতিষ্ঠা করতে হবে সত্যিকারের জিএসটি। তিনি বলেন প্রকৃত সুশাসন কংগ্রেসই দিতে পারে। উল্লেখ্য গুজরাট বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী পশ্চিম ভারতে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সেই কারণেই গত শনিবার তিনদিনের সফরে গুজরাট সফরে এসেছেন রাহুল। হিন্দু ভোটারদের মন পেতে রাজ্যের একাধিক মন্দিরে পুজোও দেন রাহুল গান্ধী।

