অনিয়মের প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, জলেফা, ১ নভেম্বর৷৷ সাব্রুমের গোয়াচাঁন নন্দীগ্রাম পঞ্চায়েতে তালা দিল বিজেপি কর্মীরা৷ মূলত সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন রাস্তাঘাট সংস্কার করা, ইন্দিরা আবাস যোজনায় ঘর বন্টনে অনিয়ম বন্ধ করা এবং পঞ্চায়েতে নানা দুর্নীতির তদন্ত করা সহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে বিজেপি এদিন পঞ্চায়েত অফিসে তালা দিয়েছে৷ বিজেপির তরফ থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে৷ বিজেপির অভিযোগ শাসক দলের স্থানীয় নেতাদের আস্কারাতেই এই দুর্নীতি করছে পঞ্চায়েত কর্তৃপক্ষ৷ শুধু তাই নয় বিরোধী দলের সমর্থক গ্রামবাসীদের নানা ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধা থেকেও পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়৷ বিজেপির তরফ থেকে দাবী করা হয়েছে অবিলম্বে এই সব অনিয়ম বন্ধ করতে হবে৷ বিজেপির বক্তব্য ছিল ব্লকের উচ্চ পদস্থ আধিকারীকরা সেখানে পৌঁছতে হবে এবং আশ্বাস দিতে হবে যে দাবীগুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ পরে প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে তালামুক্ত করা হয়েছে পঞ্চায়েত অফিসকে৷