BRAKING NEWS

রাজস্থানের নাগৌড়ে ট্রাক-ট্রলি ও বাসের সংঘর্ষ, মৃত ৩ জন বরযাত্রী

জয়পুর, ১ নভেম্বর (হি.স.): রাজস্থানের নাগৌড় জেলায় বরযাত্রী বোঝাই বাস, ট্রলি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল তিন জন বরযাত্রীর| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন| আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক| মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নাগৌড় জেলার লাডনু এলাকায়| দুর্ঘটনায় মৃত তিন জনের নাম হল, ভাগীরথ, খেমারাম এবং মুকেশ| গুরুতর আহত হয়েছেন, দেবারাম, মুকেশ, দশরথ, দীনেশ, শচিন, পাপ্পু সিং, গোকুল, চেনারাম, নরেন্দ্র, গিরধারী, ওমপ্রকাশ, সুরেশ, গজেন্দ্র এবং মুলায়ম| আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মঙ্গলবার রাত তখন ১২টা হবে, মৌলাসর থানার অন্তর্গত বাকলিয়া গ্রামের কাছে বরযাত্রী বোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ হয় ট্রলি ও ট্রাকের| বরযাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রলিতে ধাক্কা মারে, এরপর বাসটি ধাক্কা মারে ট্রাকে| দুর্ঘটনার জেরে বাসটির সামনের দিকের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, তাই বরযাত্রীরা বাসের ভিতরেই আটকে পড়েন| প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাক-ট্রলি ও বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জন বাস যাত্রীর| আহত হয়েছেন অন্তত ৩৪ জন| তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *