নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ যেকোনো বিমান সংস্থা যদি কৈলাসহর বিমানবন্দরে বিমান পরিষেবা প্রদান করে তাহলে এক্ষেত্রে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল এর উপর এক শতাংশ ভ্যাট লাগবে বলে আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল জি এস টি’র আওতায় বাইরে থাকা ভ্যাট আইন ২০০৪ অনুযায়ী আমাদের রাজ্যে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর ১৮ শতাংশ ভ্যাট চালু রয়েছে৷ কিন্তু কৈলাসহর বিমানবন্দরে যদি কোনো বেসরকারি বিমান সংস্থা বিমান পরিষেবা প্রদান করে তাহলে এক্ষেত্রে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল -এর উপর এক শতাংশ ভ্যাট লাগবে৷ আগরতলা বিমানবন্দরের ক্ষেত্রে তা ১৮ শতাংশ থাকবে৷ মন্ত্রী আরও জানান, আমাদের রাজ্যে শিল্প স্থাপনের জন্য আই টি ইনসেনটিভ স্কিম, ২০১৭ অনুযায়ী করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল৷ সেখানে উল্লেখ ছিল সেগুলি ভ্যাট বা সি এস টি’র মাধ্যমে করা সংগ্রহ করা হবে৷ এখন যেহেতু জি এস টি চালু হয়েছে সেক্ষেত্রে আই টি ইনসেনটিভ স্কিমে ভ্যাট বা সি এস টি’র পরিবর্তে জি এস টি শব্দটি সংযুক্ত করার জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আই টি ইনসেনটিভ স্কিম, ২০১৭ র নিয়ম নীতির সংশোধন করা হয়েছে৷
2017-11-01
