BRAKING NEWS

‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ, তবে অন্যান্য ধর্মাবলম্বীরাও দেশে বসবাস করতে পারেন, মন্তব্য মোহন ভগবতের

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : ‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ৷ কিন্তু তাই বলে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করতে পারবেন না এমন কোনও কথা নেই৷ এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত৷ শনিবার ইন্দোরে আরএসএস পরিচালিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন ভগবত৷ তিনি আরও জানিয়েছেন, বিজেপি সরকারের নিজেদের শুধুমাত্র দেশের উন্নয়ন সম্ভব নয়৷ সমাজের পরিবর্তনের দাবি করেন তিনি৷ একইসঙ্গে তিনি বলেন, ‘জার্মানি কাদের দেশ? জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।’ নিজের মন্তব্যকে আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘ভারত মায়ের সন্তান যাঁরা এবং ভারতীয় বংশোদ্ভুত যাঁরা ভারতীয় সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বসবাস করেন তাঁরাই আসল হিন্দু।’ তিনি আরও জানান, সরকার একা সমাজকে বদলে দিতে পারবে না। সরকার এবং সমাজ দু’জনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে উন্নয়নের ক্ষেত্রে।

একইসঙ্গে মোহন ভগবত দাবি করেছেন, কোনও দল বা নেতার পক্ষে এই দেশের উন্নয়ন করা সম্ভব নয়৷ কিন্তু এই দেশের পরিবর্তন একান্ত প্রয়োজন৷ তাই ভারতকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে ভারতের সমাজ ব্যবস্থার পরিবর্তনের বিশেষ প্রয়োজন৷

এই প্রসঙ্গে প্রাচীন কালের কথাও টেনে আনেন৷ তিনি দাবি করেন, অতীতে সমাজের উন্নয়নের জন্য ভগবানের উপর নির্ভর করত সাধারণ মানুষ৷ কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে৷ দেশের তথা সমাজের উন্নয়নে সকলে এখন সরকারের উপরে নির্ভর করছে৷ কিন্তু সমাজের পরিবর্তন যতদিন না হচ্ছে সরকারের পক্ষে আর কিছু করা সম্ভব নয়৷ সমাজের পরিবর্তন হলেই দেশের উন্নয়ন হবে, যার প্রভাব পড়ছে সরকারের সমাজ ব্যবস্থার উপর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *