BRAKING NEWS

ভারত-পাকিস্তান সীমান্তে থাকা ভারতীয় ড্রোন ধ্বংস, অভিযোগ পাকিস্তানের

শ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : সীমান্তে শত্রুদেশের উপর নজর রাখত ‘ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোন৷ ভারত-পাকিস্তান সীমান্তে রাখ চিক্রি সেক্টরে ড্রোনটি ধ্বংস করেছে পাকিস্তান, এমনটাই দাবি পাকিস্তানের৷ আকাশপথে এই ড্রোনের মাধ্যমেই পাকিস্তানের উপর নজরদারি চালাত ভারত৷ এমনটাই অভিযোগ পাকিস্তানের৷ শনিবার সকালে পাকিস্তানের সামরিক মুখপাত্র একটি ধ্বংসপ্রাপ্ত ছবি দিয়ে ঘটনাটির সত্যতা প্রকাশ করেছেন৷ যদিও ওই একটি ছবি ছাড়া আর কোনও তথ্য দেন নি পাক সামরিক মুখপাত্র৷

এর পাশাপাশি পাকিস্তানের সামরিক বিভাগের মেজর জেনারেল আসিফ ঘাফুর অভিযোগ, ‘ইন্ডিয়ান কোয়াডকপ্টার’ ড্রোনটি ভারত-পাক সীমান্তে চরবৃত্তি করত৷ পাক সেনার প্রতিটি গতিবিধির উপরে নজর রাখত এই ড্রোনটি৷ কিন্তু সেই ড্রোনটিকে গুলি করে একেবারে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান৷ সেই সঙ্গে ওই ড্রোনটিকে বাজেয়াপ্ত করেই দাবি করেছে পাকিস্তান৷ এই বিষয়টি একটি ট্যুইট করে জানিয়েছেন আসিফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *