প্রবীনদের জীবনমান উন্নয়নের মূল্যবোধের বিকাশ জরুরী, জানালেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ আইনের মাধ্যমে মা-বাবার ভরণ পোষণ করতে ছেলেমেয়েদের বাধ্য করা যায় না৷ বয়স্ক নাগরিকদের দেখভাল করা রাষ্ট্রের কর্তব্য৷ মঙ্গলবার রবীন্দ্র শতবাষিকী ভবনে গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২৭ তম বিশ্ব প্রবীন দিবস ও শারদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ প্রবীন নাগরিকদের জীবনমান উন্নয়নে রাজ্য বামফ্রন্ট সরকার নানা  ধরনের সামাজিক সুরক্ষা ভাতা চালু করেছেন৷ বর্তমান সময়ে মানুষের জীবনশৈলীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ ছেলে মেয়েদের চাকচক্য জীবনে মা-বাবার ভরণ পোষণ প্রদানের বিষয়টি উদ্বেগজনক৷ সামাজিক মূল্যবোধ হওয়ায় প্রবীন নাগরিকদের জীবন জীবিকার মতো বিষয় নিয়ে ভাবনাচিন্তা করতে হচ্ছে৷ মানুষের নৈতিক মূল্যবোধ বিকাশের মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে হবে বলে দাবী করেছেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ সুকলস্তরে মূল্যবোধ বিকাশ ও প্রসারে পাঠদান করতে শিক্ষক-শিক্ষিকাদের যত্নবান হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জীতেন্দ্র চৌধুরী৷ এই ধরনের স্পর্শকাতর ঘটনায় কঠোরভাবে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আমলাদের আরো যত্নবান হওয়ার কথা বলেছেন শ্রীচৌধুরী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, এসোসিয়েশনের সভাপতি সুনীল চৌধুরী, সহ সভাপতি অমরনাথ ভট্টাচার্য্য, মৃণাল চক্রবর্তী প্রমুখ৷