BRAKING NEWS

কাশ্মীরি যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ, দাবি দীনেশ্বর শর্মার

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) কোন পথটা তাদের জন্য ভাল তা কাশ্মীরের সাধারণ মানুষ এবং যুব সম্প্রদায়কেই ঠিক করতে হবে। আর সেই কাজে তাদের সাহায্য করবেন কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী দীনেশ্বর শর্মা। কাশ্মীরের মানুষ কি কোন বিদেশি শক্তির কথায় চলবে নাকি সে তার ভবিষ্যৎ গঠনমূলক ভাবে গড়ার কাছে লিপ্ত হবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে বলে জানান দীনেশ্বর শর্মা। তিনি আরও বলেন কাশ্মীরের যুব সম্প্রদায়কে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে পাকিস্তান। তাদেরকে আরও বেশি মৌলবাদে রূপান্তর করছে পাকিস্তান। তিনি জানান কাশ্মীরের ভবিষ্যতের জন্য যুব সম্প্রদায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তাই তাদের গঠনমূলক অগ্রগতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি বলে জানান দীনেশ্বর শর্মা।
অন্যদিকে একটি পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেকারত্বের নিরিখে দেশের অন্যতম শীর্ষে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে ২৪.৬ শতাংশই কর্মহীন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী তাই খুব সহজেই সন্ত্রাসবাদীদের খপ্পরে পরে যায় এইসব যুবকেরা। পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানের প্রসঙ্গে তিনি বলেন এই সমস্যার সঙ্গে জড়িত সকলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *