সিবিআইয়ের বিশেষ অধিকর্তা পদে রাকেশ আস্থানাকে নিযুক্ত করল কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিশেষ অর্ধিকর্তা হিসেবে রাকেশ আস্থানাকে নিযুক্ত করা হল। এর আগে ১৯৮৪ সালের ব্যাচের গুজরাট ক্যাডারের এই আইপিএস আফিসারকে ২ রা ডিসেম্বর ২০১৬ সালে সিবিআইয়ের অন্তবর্তী অর্ধিকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
উল্লেখ্য ১৯৯৪ সালে সিবিআইয়ের এসপি পদে থাকাকালীন বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলার তদন্ত করেছিলেন তিনি। এই মামলার দায়ে অভিযুক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন রাকেশ আস্থানা। ২০০১ সাল পর্যন্ত তিনি এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে গোদরা ট্রেন বিস্ফোরণ কান্ডের তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের সঙ্গে যুক্ত ছিলেন রাকেশ আস্থানা।
রাকেশ আস্থানা ছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির তরফ থেকে দেশের অন্যান্য তদন্তকারী সংস্থার পদে নতুন নিয়োগের মধ্যে গুরবচন সিংকে আইবির বিশেষ নির্দেশকের দায়িত্ব দেওয়া হয়েছে।