BRAKING NEWS

টিপু সুলতানের জন্মবার্ষিকী অনুষ্ঠান ঘিরে বিতর্ক

বেঙ্গালুরু, ২১ অক্টোবর (হি.স.): অষ্টাদশ শতকে মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মবার্ষিকী পালন করছে কর্নাটক সরকার৷ আমন্ত্রিতদের তালিকায় ছিল কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে নামও৷ কিন্ত তিনি নিজের নাম তালিকাভুক্ত করতে নিষেধ করেছেন৷ ঘটনায় বিতর্ক শুরু হয়েছে৷

কর্নাটকের মানুষের মতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন টিপু সুলতান৷ তাই তাঁর জন্মদিন এখানে খুব ঘটা করে উদযাপন করা হয়৷ দুবছর ধরে টিপু সুলতানের স্মরণে এই অনুষ্ঠান করে কর্নাটক সরকার৷ এবছর তৃতীয় বর্ষ৷ ১০ নভেম্বর হবে এই অনুষ্ঠান৷ নিয়ম মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়৷ কিন্তু সেই অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে৷ তিনি এনিয়ে সরকারের সমালোচনা করেছেন৷ বলেছেন, তাঁর নাম যেন নিমন্ত্রিতদের তালিকায় নথিভু্ক্ত না করা হয়৷ সেই সঙ্গে এর বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, টিপু সুলতান নির্মম খুনি ও গণধর্ষক ছিলেন৷ তাই তাঁর কোনও অনুষ্ঠানে উপস্থিত হওয়া তাঁর কাছে লজ্জাজনক৷

এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ শনিবার তিনি বলেছেন, কেন্দ্র ও রাজ্যের প্রতিটি মন্ত্রীকে নিমন্ত্রণপত্র পাঠানো হবে৷ তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হবেন কিনা, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়৷ হিন্দুস্থান সমাচার। অর্ণব।

২০১৫ সালে কোডাগু জেলার মান্দিকেরিতে টিপু সুলতানের জন্মবার্ষিকীতে পালন করা হয়৷ অনুষ্ঠান চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়৷ এরপর ২০১৬ সালে টিপু সুলতানের জন্মবার্ষিকী উদযাপনে নিরাপত্তাকর্মী রাখা হয়েছিল৷ সেই বছর শান্তিতে অনুষ্ঠান সম্পন্ন হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *